উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এ বছরও তিনি হেস্টিং অঞ্চলে যান ছট পুজোয় অংশ নিতে। প্রসঙ্গক্রমে তিনি জানান সবাইকে ধীরেসুস্থে খুঁজে যোগদান করতে কেউ যেন ফটো পার্টি না করে এবং তিনি এও জানান বিহারের চেয়ে কলকাতায় ছট পুজো বেশি হয়। তিনি আরো জানান এটি মূলত বিহার এবং ঝাড়খন্ডে বেশি হয়ে থাকে এবার কলকাতা তো তার থেকে বেশি হচ্ছে এবং তিনি অত্যন্ত সাবধানে সবাইকে ফুচিয়ে অংশ নিতে বলে কোন রকম তাড়াহু করতে বারণ করেন এবং সেই সঙ্গে বলেন যে আমরা কোন বিভাজনের রাজনীতি করি না তাই সব উৎসব তার কাছে সমান। সবশেষে সবাইকে ছট পুজোর শুভকামনা এবং শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =