এবারের টাটা স্টিলের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ম্যাগনাস কার্লসেন। তার থেকেও উল্লেখযোগ্য বিষয় হলো রেপিড বিভাগে তার প্রধান প্রতিপক্ষ আর প্রজ্ঞানন্দ। তিনি তার ভাষনে বলেন চেন্নাই য়ে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে এসে একটি স্কুলের দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সেখানকার ছাত্র-ছাত্রীদের দাবা খেলা দেখে তিনি অবাক হয়ে যান তিনি এখনো মনে করেন যে বিশ্বনাথন আনন্দই ভারতীয় দাবারুদের দিক নির্দেশ করতে পারে। আজ থেকে ধনধান্যে অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে প্রথমেই আর প্রজ্ঞানন্দের সঙ্গে খেলবেন কার্লসেন।এই এই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনের একসঙ্গে দেখা গেল ভারতের তিন বছর দশ মাসের বিষয়ে দাবাড়ু অণীশ সরকারকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =