আজ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার নাম বীরগাথা এ অনুষ্ঠানে সেনাবাহিনীর তরফ থেকে শচীন আনার‌ও নিম্বলকার যিনি কারগিল যুদ্ধের হিরো, কর্নেল মহেশ কুমার সেবা মেডেল প্রাপ্ত, বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল মিতালী মধুমিতা ইনি সেবা মেডেল প্রাপ্ত এবং প্রথম মহিলা অফিসার হিসেবে গ্যালেনট্রি অ্যাওয়ার্ড বিজয়ী।তাছাড়া আজ থেকে প্রায় ১৪ বছর আগে ২০১০ সালের ২৬ শে ফেব্রুয়ারি সেই সময়ে তিনি অনন্য সাহসিকতার সঙ্গে এই কর্নেল মিতালী মধুমিতা। ও সেই সময় তিনি মেজর কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে জঙ্গি দমনের অভিজ্ঞতা থাকায় তাকেই বিশেষ কাজে পাঠানো হয়েছিল কাবুলে আর তখনই ঘটে এই হামলা। এখানে ১৯ জন মারা গেলেও মধুমিতা বাঁচিয়েছিলেন বেশ কিছু সাধারণ নাগরিক এবং ধ্বংসস্তূপ থেকে তিনি যখন সেনাদের বের করে আনতে সক্ষম হয়েছিলেন। আর ঠিক সেই কারণেই পরের বছর অর্থাৎ ২০১১ সালে তাকে কর্নেল পদ থেকে উন্নীত করে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার হিসেবে মিতালী মধুমিতা।

তাছাড়াও ছিলেন কর্নেল অনিলা ক্ষেত্রী ইনি প্রথম মহিলা স্কাই ড্রাইভার বা যাদের আমরা বলি প্যারাট্রুপার। বক্তব্য রাখেন উইং কমান্ডার বিশাল লোকেশ । বক্তব্য রাখেন সুবেদার শোলিরাজ ডি ইনি বিশিষ্ট সেবা মেডেল এশিয়ান প্যারা গেমসে গোল্ড মেডেলিস্ট। এরা প্রত্যেকেই সেনাবাহিনীতে তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা কর্মজীবনের অভিজ্ঞতার কথা তারা যখন বিভিন্ন লোকেশনে গিয়ে কিভাবে ফায়ার ফাইটিং এ শত্রুপক্ষের কিভাবে সঙ্গে লড়াই চালিয়েছিলেন সে কথাই আজকে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে ভাগ করে নেন এবং সবশেষে তাদের সঙ্গে মিলিত হন। এই অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক অস্ত্রশস্ত্র অর্থাৎ গ্রেনেড বিভিন্ন ধরনের রাইফেল অন্যান্য সামগ্রীও তাদের দেখানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − seven =