হাতিবাগান নবীন পল্লী এ বছর তাদের ৯০ তম বর্ষে একটি অভিনব ভাবনা ভেবেছেন সমগ্র পরিকল্পনায় আছেন জ্যোতির্ময়।তাদের এবারের বিষয় ভাবনায় সুকুমার রায়ের আবোল তাবোল,যেটা এবারের শতবর্ষে পদার্পণ করলো। এবং সেই জন্যেই তাদের যে মূল মণ্ডপসজ্জা তা ছাড়াও মণ্ডপের পার্শ্ববর্তী অঞ্চলে যে বাড়িগুলো রয়েছে তাতেও তারা ফুটিয়ে তুলছে এই আবোল তাবোল এর কবিতা ছড়া ছবি ইত্যাদি।
অর্থাৎ হাতিবাগান নবীন পল্লী ৯০ বছর এবং সুকুমার রায়ের আবোল তাবোলের ১০০ বছর। উদ্যোক্তারা বলছেন ৯০ বছরে ও ১০০ বছর হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =