প্রতিবারের মতো এ বছরও টাটা স্টিল কলকাতা ম্যারাথনের জন্য সোল ক্যাম্পবেলকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ঘোষণা করেছে। তিনি একজন আন্তর্জাতিক স্তরের ব্র্যান্ড অ্যাম্বাসরার তিনি এই টাটা স্টিলের ব্র্যান্ডঅ্যাম্বাসেডর হয়ে খুবই উচ্ছ্বসিত কারণ কলকাতার টাটা স্টিল ম্যারাথনের জন্য তিনি ব্র্যান্ড অ্যাম্বাসের হলেন। তিনি আন্তর্জাতিক স্তরের একজন গোল্ড লেভেল ক্রীড়াবিদ। এইরকম একজন অ্যাথলেটিক কেঁপে টাটা স্টিল তাদের মুকুটে একটি অনন্য নজির সৃষ্টি করল। বর্তমানে তার বয়স ৫০ কিন্তু তবুও তিনি ফুটবলের জগতে একজন নক্ষত্র বলা যেতে পারে একজন ডিফেন্ডার। যেহেতু তিনি একজন অত্যন্ত ভালো ডিফেন্ডার এবং গুণগত মনের ডিফেন্ডার তাই যেহেতু কলকাতা একটা ফুটবলের জায়গা, তাই স্টাটা স্টিলের হয়ে কর্পোরেট সার্ভিসের প্রধান সেই চালক্য চৌধুরী তিনি মনে করেন তার এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়াতে একটা নতুন উদ্যান তৈরি করবে এই ম্যারাথন দৌড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 5 =