আজ ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতার একটি পাঁচ তারা হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন গ্রিলের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সুধাংশুশেখরদের তাছাড়া ছিলেন এবারের প্রথম থিম কান্ট্রি জার্মানির প্রতিনিধিরা। কারণ এই জার্মানি থেকেই প্রথম কলকাতা বইমেলার আয়োজন এর চিন্তাভাবনা করা হয়েছিল। আজকের এই সাংবাদিক সম্মেলনে জার্মানির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার জার্মানির প্রতিনিধি এবং ভাইস কনসাল মিস্টার সিমন ক্লাইনপাস এবং কলকাতার গ্যোয়েটে ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাডাম অস্ট্রিঠ ভেগে। মেলা শুরু হবে ২৮ জানুয়ারি চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের সেন্ট্রাল পার্ক পার্টিটাকে এখন বর্তমানে বইমেলা প্রাঙ্গণ বলা হয় সেখানেই এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে।। উদ্যোক্তাদের পক্ষ থেকে সভাপতি সুধাংশুশেখর দে জানালেন অনেক নতুন বুকসেলার্স এবং পাবলিশার্স তারা আবেদন করেছিল কিন্তু স্থান সংকুলের না হয় অনেকের আবেদন বাতিল করতে হয়েছে। যা তাদের কাছে অত্যন্ত বেদনার। সব মিলি য়ে আগামী কলকাতা বইমেলা একটি জমজমাট উৎসবে পরিণত হতে চলেছে সে কথা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =