আগামীকাল বড়দিন, তার আগে শহর সেজে উঠেছে স্যান্টাক্লজ, জিংগেল বেলস, ক্রিসমাস ট্রি ইত্যাদি নানান সামগ্রী দিয়ে। তাই প্রতিবছরের মতো এবছরেও শহর কলকাতায় বড়ির উৎসব পালিত হবে এর সন্ধানের সঙ্গে তা বোঝাই যাচ্ছে। বিশেষ করে কচিকাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উত্তর কলকাতা শোভাবাজার অঞ্চলে সেজে উঠছে স্যানটা দেখে কচিকাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কেউ নাড়লো হাত কেউ আবার দেখল কত বড় সান্টা। আজ বিভিন্ন গির্জায় মধ্যরাতে শুরু হবে মিডনাইট মাছ বা মধ্যরাতে প্রার্থনা সেইসঙ্গে বেজে উঠবে মধ্য রাতের ক্যারোল যা প্রতিবারের বড়দিনের এসছে তা জানান দেয় সমস্ত মানুষদের।