আজ নিউইয়ার্স অর্থাৎ ইংরেজি নববর্ষের শুরু আর বছরের প্রথম দিনেই এই শীতের আমেজ গায়ে মেখে কচিকাঁচা অর্থাৎ ৮ থেকে ৮০ সকলেই বেরিয়ে পড়েছে নানান দ্রষ্টব্য স্থানে তেমনি ভীরু উপচে পড়ল কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। দেখা গেল প্রচুর মানুষের ভিড় কেউবা বাঘ সিংহ দেখছেন। কেউ আবার দেখছেন পাখি আবার কেউ আলিপুর চিড়িয়াখানায় পিকনিকে ব্যস্ত। এমনই একজনকে দেখা গেল তিনি আলিপুর চিড়িয়াখানায় এসেছেন গোপালকে নিয়ে। জানা গেল তিনি যেখানেই যান সেখানেই এই গোপালকে সঙ্গে নিয়ে যান বাদ যায়নি আজকে নববর্ষের শুরুতে সেই চিড়িয়াখানাতেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =