আজ আর জি কর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা যার পুরো নাম ড রাধা গোবিন্দ করের আজ তার ১৭২ তম জন্মদিন। আমরা জানি রাজ্যে ঘটে যাওয়া এক নারকীয় ঘটনার কথা, যেটি আজ থেকে প্রায় ১৪ দিন আগে যে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ সেই চিকিৎসা পড়ুয়াকে ধর্ষণ এবং তার পরবর্তীকালে খুন করা হয়।। তারই প্রতিবাদেআর জি করের জুনিয়র ডাক্তাররা বা ডাক্তারি পড়ুয়ারা তারা বিগত ১৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র ন্যায় বিচারের আশায় অর্থাৎ যে শ্লোগান তারা দিচ্ছেন জাস্টিস ফর অভয়া। এই আন্দোলন মঞ্চেই আজকে তাদের প্রতিষ্ঠাতা ডঃ রাধাগোবিন্দ করের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন মাল্য দান করলেন তার ছবিতে পাশাপাশি সেই নির্যাতিতার যে অবয়ব বা তার যে প্রতিটি ছবি সেই ছবিতেও তারা প্রতিদিনের মতো আজও মোমবাতি জ্বালান এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। শুধুমাত্র বিচারের আশায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা জানি সেদিনের সেই ঘটনার তদন্তভার সর্বোচ্চ আদালতের নির্দেশে বর্তমানে সিবিআই এর হাতে, সেটিও দেখতে দেখতে প্রায় দশম হয়ে গেল সেই ঘটনার যে তদন্তভার তার কি প্রেক্ষিত বা তার অভিমুখ বা কতদূর এগুলো সব কিছুই আজকে তারা ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সিজিএ কমপ্লেক্স এ গিয়ে সিবিআই কর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানতে পারছি। অর্থাৎ সর্বোপরি তাদের এই তদন্ত কোন দিকে এগোই আগামী দিনের অভিমুখ কি হয় তারা আদৌ তারা আগামী দিনে কর্ম বিরতি চালিয়ে যাবেন নাকি কাজে যোগ দেবেন সেটা আগামী দিনেই বোঝা যাবে।