কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি। এর উদ্যোগে উৎসব থ্রি নামক একটি অনুষ্ঠানে আজ কলকাতার ভিক্টোরিয়াতে অনুষ্ঠিত হলো বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিত্য পরিবেশনা।। তারা বিভিন্ন ট্রান্সফরমেশন যেমন ভারতনাট্য ম মার্শাল আর্ট যোগা ইত্যাদি বহু ধরনের নিত্য তারা পরিবেশন করলেন দেখালেন বিভিন্ন আঙ্গিক এবং বিভিন্ন রকম নৃত্যের দিক। এবং এটা তারা বিভিন্ন জায়গায় পরিবেশনা করেছেন এবং সেই সঙ্গে তারা বিশেষ ক্ষমতা সম্পন্ন বলে যে পিছিয়ে থেকেছেন তা নয় তারা সমস্ত আঙ্গিকেই যে তারা ব্যক্ত পরিবেশ ও করতে পারেন তার একটি প্রদর্শন দেন আজ এই উৎসব অনুষ্ঠানের মাধ্যমে। মোট সাত জন এতে অংশ নেন আক্রান্ত কারোর বারবার অ্যাক্সিডেন্টে পা নষ্ট হয়ে গেছে এরকম সাতজন প্রতিযোগি এতে অংশ নেন ‌।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 20 =