আজ সকালে ছটা থেকে সাড়ে ছটা মধ্যে মা ফ্লাইওভারের পরমা আইল্যান্ডের কাছে যে বাঁক রয়েছে সেখানেই একটি দ্রুতগতির বাইক গার্ড ওয়ালে ধাক্কা মেরে নিচে পড়ে যায় এতটাই ছিল যে গার্ড ওয়াল এর পাশে থাকা বাট নেওয়ার যে সাইনবোর্ড থাকে সেটিও দুমড়ে মুছড়ে গেছে। পুলিশ তাদেরকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলে তারা মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি স্থানীয় প্রগতি ময়দান থানায় রাখা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − one =