আজ দুপুরে জুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে অর্থাৎ যার আন্দোলন করছেন সেই সমস্ত পড়ুয়াদের পক্ষ থেকে ডঃ অনিকেত মাহাতো ডক্টর দেবাশিষ হালদার এবং ডক্টর সায়ন্তনী ঘোষ হালদার তিনজন সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন সঙ্গে ছিলেন তাদের সহকর্মী অর্থাৎ তাদের সঙ্গে যারা আন্দোলনে যোগ দিয়েছেন।মুখোমুখি হয়ে তারা যেটা জানালেন যে আজকে তাদের আন্দোলনের ১৭ তম দিন। কিন্তু জাস্টিস পাওয়ার ক্ষেত্রে এগিয়েছেন বলে তারা মনে করতে পারছেন না এবং তারা যেটা আশঙ্কা প্রকাশ করছেন শুধুমাত্র সিআইএসএফ জওয়ানদের দিয়ে এখানে নিরাপত্তায় মুড়ে দেয়া হয়েছে এতে তারা সন্তুষ্ট নন তারা বলতে চাইছেন এবং মূল যে দাবি তাদের সেটা হলো যে কর্তৃপক্ষ তরফে যারা দোষী তাদের একটা সক্রিয় চক্র কাজ করছে কিনা এবং পুলিশ তাদের মদত দিচ্ছে কিনা সে ব্যাপারে তারা যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছেন।ফলে তারা মনে করছেন সেই জন্যই জাস্টিসে এত বিলম্বিত হচ্ছে প্রক্রিয়ায় দেরি হচ্ছে এবং সেই জন্যই তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে তাদের এই সমস্ত সমস্যার সমাধান না হলে তারা কাজে যোগ দিতে ইচ্ছে থাকলেও পারবেন না। এবং দ্বিতীয়ত তারা যেটা জানালেন যে ইমারজেন্সি সহ সমস্ত বিভাগ যথাযথভাবে চালু রয়েছে সেক্ষেত্রে তাদের যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তাদের বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
পরে দেখা যায় আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা হাসপাতাল চত্বরে রং তুলির মাধ্যমে তাদের বক্তব্য ফুটিয়ে তুলছেন।