বিগত বছরগুলোর মত এ বছরেও আনুমানিক ৮৪ বছর ধরে তা মেনে কালীপুজোর পরে অন্যকট উৎসবের আয়োজন করা হয়। এই অন্যকূট উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হলেও এই বৃন্দাবন মন্দিরের অন্যকুর উৎসব সাজানো হয় প্রায় ৩৭০ রকম পদ দিয়ে। তাদের পারিবারিক সদস্য জানালেন তাদের এই প্রথা বহু দীর্ঘ বছর ধরে চলে আসলেও এই বৃন্দাবন মন্দিরে তারা এই রকম একটি মহা উৎসবের আয়োজন করেন যা একেবারেই একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি করে তা দেখতে বহু মানুষ প্রতি বছর ভিড় করেন, এই বছরও তার ব্যাতিক্রম হয়নি। এখানে বিভিন্ন ধরনের সবজি, চিরে মুড়ি, মিষ্টান্ন, এবং বিভিন্ন রকমের রান্না করা খাবার, তাছাড়াও হরেক রকম পদ দিয়েই অন্য কোন উৎসব সাজানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − seven =