একদিকে যেমন পড়ুয়ারা তাদের অবস্থানে অনড় একইসঙ্গে তারা আজ সল্টলেকে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের প্রায় ৩১ টি সংগঠনের ছাত্র-ছাত্রীকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেন। তাদের মূল দাবি এই ঘৃন্ন অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি। এর পাশাপাশি তাদের প্রাক্তন অধ্যক্ষকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবংএকইসঙ্গে তাদের যে নতুন অধ্যক্ষ তিনি প্রথম দিনের পর আর তাদের কলেজে আসেননি তিনি স্বাস্থ্য ভবন থেকেই তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তাদের দাবি মেনে নতুন অধ্যক্ষ সু‌হৃতা পাল, উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায় এবং কার্ডিওলজি বিভাগের প্রধান এবং সহকারী সুপার কেউ তাদের পথ থেকে সরিয়ে দেয়া হলো সেইসঙ্গে জানিয়ে দেয়া হলো তাদের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যে বদলির নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্য ভবন তা বাতিল করছে। বুধবার রাতেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুন তালিকা প্রকাশ করে জানিয়ে দেয়া হলো আরজিকরের নতুন অধ্যক্ষ হচ্ছেন বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ মানুষ বন্দ্যোপাধ্যায় তার জায়গায় পাঠানো হলো সু‌হৃতা পালকে।

অন্যদিকে আমরা দেখলাম আজ এ সি আই এস এফের ডিআইজি কে প্রতাপ সিং তিনি এবং তার একটি বিশাল টিম নিয়ে আরজিকর হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেইসঙ্গে এত দিন ধরে দায়িত্ব থাকা কলকাতা পুলিশ আধিকারিকদের থেকেও সমস্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বুঝে নেওয়ার চেষ্টা করেন হাসপাতালে বিভিন্ন ডিপার্টমেন্টের পাশাপাশি কটি গেট এবং কোথায় কোথায় কি রয়েছে সমস্ত সরজমিনে খতিয়ে দেখেন। সেই সঙ্গে জরুরি বিভাগ আউটডোর ও অন্যান্য নানা গুরুত্বপূর্ণ বিভাগও তিনি ঘুরে দেখেন। সবশেষে তিনি দীর্ঘ সময় সেখানে থেকে পরে তিনি লাল বাজারেও যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =