আজ কলকাতার নজরুল মঞ্চে হোপ ফাউন্ডেশন এর 25 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত হয়েছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এন্ড্রূ ফ্লেমিং, আয়ারল্যান্ডের কনসিলেন্ট জেনারেল সিটল খান্না, ইউ এস কনসোল এর জেনারেল খেটি গিলস্ ডিয়াজ। এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দ রায় এবং অভিনেত্রী মুনমুন সেন অনুষ্ঠানে বাচ্চাদের সঙ্গে তারা প্রদীপ প্রজ্জলনের অংশ নেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 4 =