কলকাতার পুলিশ লালবাজার থেকে এক নাগরিক সচেতনতার উদ্দেশ্যে নটি ডিভিশনের জন্য নটি গাড়ি ফিতে কেটে কেটে শুভ সূচনা করলেন জয়েন সিপি (ক্রাইম) শ্রী শঙ্খ শুভ চক্রবর্তী
অনঘ বনিক- শুভ পঞ্চমী শুভক্ষণে আজকের বন্ধু কলকাতার পুলিশ লালবাজার থেকে এক নাগরিক সচেতনতার উদ্দেশ্যে নটি ডিভিশনের জন্য নটি গাড়ি ফিতে কেটে কেটে শুভ সূচনা করলেন জয়েন সিপি (ক্রাইম) শ্রী শঙ্খ শুভ চক্রবর্তী এবং এর উদ্দেশ্য কিআর তিনি ব্যাখ্যা করেছেন এবং বক্তব্য রেখেছেন এই প্রজেক্ট এর অন্যতম কর্তা সহকারী কমিশনার শ্রী মহাদেব চক্রবর্তী মহাশয় ,ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী নিতাই মুখার্জি মহাশয়অনেক গণ্যমান্য ব্যক্তি এবং এই গাড়িগুলি কলকাতার ৯ ডিভিশন কাভার করবে এবং শিশু মহিলা এবং যেকোনো মানুষকে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে তুলবেনহয়ে অসুস্থ হয়ে পড়লে হসপিটালেেশান করবেন,।সকল বক্তার বক্তব্য এখানে পেশ করলাম ধন্যবাদ কলকাতা পুলিশ মিসিংস স্কয়ারকে।