ইস্টার্ন ইন্ডিয়া মোটোরিং গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার লেক ক্লাবে আয়োজিত হল তাদের চতুর্থ বর্ষের ভিন্টেজ কার প্রদর্শনী। এই প্রদর্শনীতে প্রায় ৯০ রকমের গাড়ি প্রদর্শিত হয়। এই সমস্ত গাড়িগুলোর মধ্যে যেমন রয়েছে ১৯২৬ সালের ফ্রুট মডেলটি আবার রয়েছে ১৯৩৩ সালের অস্ট্রিম টেন ১৯২৫ সালের এসি রয়াল 1951 অস্টিন এ ৪০ এরকম বহু ধরনের সব মিলিয়ে প্রায় ৯০ রকমের গাড়ি এবং স্কুটার ও বাইক এখানে প্রদর্শিত হয়। সব মিলিয়ে রবীন্দ্র সরোবরের পেছনে এই লেক ক্লাবের এই প্রদর্শনী রোববারের বিকেলে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 16 =