আজ কলকাতা মেট্রো রেল ের পক্ষ থেকে নতুন তিনটি পরিষেবার অন্তর্ভুক্তিকরণ করা হলো যার মধ্যে রয়েছে গ্রীন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো যেটি আংশিকভাবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলাচল করছে তারই আরো খানিকটা অংশ অন্তর্ভুক্তি ঘটল হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত। মেট্রো কর্তৃপক্ষের আশা এই বছরের মাঝামাঝি নাগাদ বউবাজারের সঙ্গে এই অংশটি জুড়ে দেওয়া হতে পারে। সেটি হলে সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত সরাসরি পৌঁছে যাওয়া যাবে। দ্বিতীয়টি হল অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হল বাণিজ্যিকভাবে। এবং তৃতীয়টি হল পার্পেল লাইন অর্থাৎ জোকা বিবাদীবাগের যে মেট্রো পরিষেবা সেটি তারাতলা পর্যন্ত চালু করা হলো। সব মিলিয়ে কলকাতা মেট্রো রেল পরিষেবার আরো খানিকটা সম্প্রসারণ ঘটলো। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় গঙ্গার তলা দিয়ে অর্থাৎ ৩৩ মিটার মিক্স দিয়ে দেশের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা চালু হলো যেটি দেখতে আজকে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কেউ এসে ভবানীপুর থেকে কেউ নিউ টাউন থেকে কেউ বা অন্য কোথাও থেকে এসেছেন আবার কেউ সঙ্গে গোপালকেও নিয়ে এসেছেন মেট্রো পরিষেবার সফর সঙ্গী করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 20 =