প্রতিবছরের মত এ বছরেও কলকাতার কাশিপুর উদ্যানবাটিতে চলছে। কল্পতর উৎসব। এই উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর অগণিত ভক্ত আসেন দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেন এবং তারপরে তাদের যে মনস্কামনা তারা ঠাকুরকে জানান।।কথিত আছে আছে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি আজকের তিনি কল্পতরু হয়েছিলেন একটি বৃক্ষের তলায়। সে বৃক্ষের তলায় সকলেই তাদের মনষ্কামনা জানায় এবং পূর্ণতা লাভ করে। সেই জন্যই প্রতিবছর এই দিনটিতে কল্পতর উৎসব পালন করা হয়ে থাকে এই কাশীপুর উদ্যান মাটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 18 =