গতকাল আনুমানিক সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে দুর্গাপুর ব্রিজের নিচে যে বিশাল আকার বস্তুতি রয়েছে তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সত্যের পথে জানা যাচ্ছে মূলত একটি ওভেন থেকেই এই আগুনটি লেগেছে বলে অনুমান। এখানে আনুমানিক প্রায় ১০০ থেকে ১৫০টির মতো ঘর রয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই ছিল যে আগুনের সেই লেলিহান শিখা ব্রীজের দুপাশ দিয়ে চারতলা সমান উঠে যায় ফলতো আশপাশের কয়েকটি বাড়িতেও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। আজ সকালে গিয়ে দেখা গেল সেখানে প্রায় সর্বস্বো জ্বলে পুড়ে খাক হয়ে গেছে সেই বস্তিবাসীদের, তাদের সঞ্চয় জিনিসপত্র পোশাক আশাক সবকিছুই আগুনের গ্রাসে চলে গেছে আপাতত তারা সহায় সম্বলহীন তাদের স্থানীয় একটি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে এবং তারা সেই পোড়া বস্তি অঞ্চল থেকে জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছে যদি কিছু খুঁজে পাওয়া যায়। একটাই আসার কথা যে কারোর কোন প্রাণহানি হয়নি। গতকাল আমরা দেখেছি এই কাজে সেনাবাহিনীর কর্মীরাও তারা সমানভাবে হাত লাগিয়েছিল এবং সেই সঙ্গে ছিল পার্শ্ববর্তী অঞ্চলের মানুষরা। সবথেকে যেটা ভয়ের ব্যাপার এই ব্রিজের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি ব্রিজের নিচে আজও আগুনের শিখার যে তাৎ এখনো রয়েছে আপাতত ব্রিজে বড় গাড়ি ওঠা পুলিশের তরফ থেকে নিষেধ করা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 6 =