কলকাতা বাবুঘাটে গত 8 তারিখ থেকে শুরু হয়েছে গঙ্গাসাগরের অস্থায়ী শিবির প্রতিবছরই শিবির আয়োজন করে রাজ্য সরকার। এ বছরও তার ব্যতিক্রম হয়নি সেই শিবিরে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছে এবং বহু তীর্থযাত্রা যেখান থেকে আগামী ১৪ তারিখের মধ্যেই তারা সাগরে পাড়ি দেবে কারণ সামনেই মকর সংক্রান্তিতে স্নান করার উদ্দেশ্য।