![IMG-20230512-WA0027 পড়ার কেশটির তদন্ত হাতে তুলে নিল বেঙ্গল এস টি এফ](https://www.newsindiapress.in/wp-content/uploads/2023/05/IMG-20230512-WA0027-696x801.jpg)
![পড়ার কেশটির তদন্ত হাতে তুলে নিল বেঙ্গল এস টি এফ](https://www.newsindiapress.in/wp-content/uploads/2023/05/IMG-20230512-WA0027-261x300.jpg)
গত ১০ মে, ২০২৩ বেঙ্গল এস টি এফ এর হাতে প্রায় দু’কোটি টাকা বাজারমূল্যের আড়াই কিলোগ্রাম হেরোইন ও দুটি গাড়িসহ ধরা পড়েছিল পাঁচ পাচারকারী। সেই কেশের তদন্তে নেমে এস টি এফ এর হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।
ধৃতদের মধ্যে মূল পাচারকারী নিউটাউনবাসী অজয় পাল সম্পর্কে জানা গেছে যে তাঁর ফুলেফেঁপে ওঠা মাদক ব্যবসার উপর দাঁড়িয়ে ইতিমধ্যেই সে গড়ে তুলেছিল বিশাল সম্পত্তি।
আদতে বসিরহাটের ছেলে অজয়ের বর্তমানে নিউটাউনে বিলাসবহুল ফ্ল্যাট ছাড়াও ব্যারাকপুরে রয়েছে লাক্সারি স্পা। দীঘাতে পাওয়া গেছে তাঁর নামে একটি হোটেলের সন্ধান। একাধিক লাক্সারি বাস নিয়ে রমরমিয়ে বারাসাতে চলছে তাঁর ট্রান্সপোর্ট ব্যবসা। এ সবকিছুর ভিত্তি মাদক ব্যবসায় পাওয়া অর্থ।
এ ছাড়াও বেআইনি সোনার বিস্কুট পাচারের ‘লাভজনক’ কারবারেও অজয় পাল হাত দিয়েছিল এরকম তথ্য পাওয়া গেছে।
ধৃত পাঁচ দুষ্কৃতীকেই পুলিশ কাস্টডিতে নিয়ে তদন্ত চলবে।