সম্প্রতি কলকাতার বিড়লা মিউজিয়ামে ১০ জন ভারতীয় বিজ্ঞানী যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সেরকম ১০ জন ভারতীয় বিজ্ঞানীর মূর্তি বসানো হলো কলকাতার বি আই টিম বা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর অভিজিৎ চক্রবর্তী যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য, এছাড়াও ছিলেন, বি আই টি এম এক্সিকিউটিভ কমিটির যিনি চেয়ারম্যান প্রফেসর এস সি রায়। এছাড়াও মাননীয় রাজ্যপাল টেলিভিশন গ্যালারিরও উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন বি আই টি এম এর ডিরেক্টর শুভব্রত চৌধুরী।