কলকাতার অন্যতম দূর্গা পূজা উদ্যোক্তা টালা প্রত্যয়। তারা এ বছর তাদের এই শতবর্ষ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের একটি অনন্য সুন্দর নিদর্শন এর মধ্যে দিয়ে তারা এ বছরের শতবর্ষ উদযাপন করছে। আজ তার প্রথম দিন। এই প্রথম দিনে প্রথমে একটি নিত্য পরিবেশনা এবং তারপরে ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বংশীবাদন পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি তার এই বাঁশির সুরে সবাইকে মনোমুগ্ধ করেছেন। এবং আমরা দেখলাম তার সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছেন এর একজন পন্ডিত তিনি হলেন বিশিষ্ট তবলিয়া পন্ডিত কুমার বোস এবং সবথেকে বড় আকর্ষণ হল পিছনে এক বিশাল আকার সরস্বতীর মূর্তি আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো তার আগে এই সরস্বতীর সামনে এইরকম সরস্বতী বন্দনার নজির হিসেবে শতবর্ষ উজ্জ্বল হয়ে থাকুক।