আমরা জানি কলকাতার দুর্গাপুজো বেশ কয়েক বছর আগে ইউনেস্কোর সম্মানে সম্মানিত হয়েছে। যার ফলস্বরূপ তারা এটিকে হেরিটেজ ঘোষণা করেছেন। সেজন্য তারা এ বছর বিভিন্ন সার্বজনীন পূজোর পাশাপাশি বেশ কয়েকটি কলকাতার বোনেদের বাড়ির পুজো ঘুরে দেখলেন। তাদের অন্যতম সদস্য গ্রীস দেশের এম্বাসেডর দিমিত্রিআস লোয়ানু এমনই এক বাড়িতে আজ হাজির হয়েছিলেন এবং সেখানে সদস্য সদস্যরা বাড়ির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপত্য দেখান। পাশাপাশি তাদের বাড়ির যে ঠাকুর দালানে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা সেটিও তিনি দেখেন এবং সবশেষে একটি রবি ঠাকুরের গান তাকে শোনানো হয় এবং তিনি বেশ আপ্লুতই হয়েছিলেন বলে মনে হল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − three =