কলকাতার অ্যাক্রপলিস মলের এশিয়া কিচেনে শুরু হল থাই উৎসব। তারা মনে করছেন এর একটি ভিন্ন ধরনের উৎসব এই উৎসবের প্রধান সেফ তন্না। এই উৎসবে পাইনাপেল সোমটাম, থাই স্প্রিং রোল, লাম মাশরুম কারী ইত্যাদি একাধিক রকমারি সব পথ তারা আয়োজন করেছে। আজ থেকে শুরু হওয়া এই ফেস্টিভালটি চলবে আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত।