সম্প্রতি এভারেডি তাদের দুটি নতুন ব্যাটারি তারা বাজারে আনল। এই ব্যাটারীগুলি সব থেকে বড় সুবিধা হচ্ছে। এ ব্যাটারীগুলি পরিবেশ বান্ধব এবং এতে পারদ সিসা বা ক্যারিয়ার নেই ফলোতো ব্যাটারি গুলি অনেক বেশি পরিবেশ বান্ধব। এবং তারা দাবি করছে যে ব্যাটারীগুলি বিশেষ করে যেগুলো কনস্ট্যান্টলি যে ডিভাইস গুলো ইউজ হয় যেমন ছোটদের খেলনা টিভির রিমোট ইত্যাদি নানা ধরনের যে কাজে আমরা সব সময় ব্যবহার করি তাতে অত্যন্ত ভালো পরিষেবা বা ব্যাকআপ তারা দিতে পারবে। সেই ব্যাটারি দুটি হলো একটি ডবল এ আল্টিমা প্রো এবং আল্টিমা। এই দুটি প্রোডাক্টই অ্যালকালাইন জাতীয়। প্রথমটি ৮০০% তার প্লাস্টিং ক্যাপাসিটি এবং দ্বিতীয়টি ৪০০% লাস্টিং ক্যাপাসিটি।
শহরের একটি পাঁচতারা হোটেলে তারা তাদের এই নতুন ব্যাটারি তারা বাজারে আনল এবং সেই উপলক্ষে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শ্রী শুভময় সাহা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এস বি ইউ হেড শ্রী অনির্বাণ ব্যানার্জি ও সুরেশ নায়ক সিইও গুগলভি ইন্ডিয়া। আল্টিমাপো এটির সর্বাধিক দাম ৪৫ টাকা প্রতি পিস এবং আলটিমার দাম ২২ টাকা প্রতি পিস।