ধনতেরাস্ উপলক্ষে তারা যে পুরস্কারের কথা ঘোষণা করেছিল সেই অনুযায়ী আজ সেনকো গোল্ড এর ক্যামাক স্ট্রীট শোরুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় তারই অঙ্গ হিসেবে  দুটি ইলেকট্রিক গাড়ি দুজন পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেন,পুরস্কার প্রাপকরা হলেন শ্রীমতি সুস্মিতা মন্ডল তারকেশ্বর শোরুম এবং রাজেশ্বর সিনহা আমতলা শোরুম। তাদের পুরস্কার দেন সেনকো গোল্ডের কর্ণধার শুভঙ্কর সেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =