সামনেই কালীপুজো এবং সেই সঙ্গে তার দুদিন আগে ধনতেরাস আর সেই কারণেই কলকাতার অন্যতম কখন বিপন্নী সংস্থা। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড তাদের বিশেষ অফারের কথা ঘোষণা করেছে। এই অফার পাওয়া যাবে ১৮ অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত যেমন এক গ্রাম সোনার পাওয়া যাবে ৪৫০ টাকা ছাড়। সেরকমই তাদের যে পলকি জুয়েলারি আছে তার জন্য ধনতেরাস উপলক্ষে সেই গহনার মজুরিতে ১০ শতাংশ প্লাটিনাম কখন আর উপরে ১৫ শতাংশ এবং রুপোর গহনার উপরে দশ শতাংশ ছাড় পাওয়া যাবে এ কথা জানান সেনকো গোল্ডে এন্ড ডায়মন্ডস এর এমডি সিও শুভঙ্কর সেন। অপরদিকে ডিরেক্টর জয়িতা সেন তিনি জানান এবারের ধনতেরাসের প্রতীক হচ্ছে পদ্ম এই পদ্ম আবার মা লক্ষ্মীর প্রতীক। এই সমস্ত ছাড়াও সবাইকে আর সাধ্যমত এক লক্ষ টাকার প্যাকেজেও বিয়ের গহনা পাওয়া যাবে কারণ সামনেই আগামী নভেম্বর মাসে বিয়ের সিজিন শুরু হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 2 =