আজ কলকাতার নজরুল মঞ্চে উদ্বোধন হল ৭৩ তম ডোভার লেন মিউজিক কনফারেন্সের। এর উদ্বোধন করলেন পদ্মশ্রী ডক্টর ইলাম ইন্দিরা দেবী। তাকে ডাবল এর পক্ষ থেকে বিশেষ সম্মান অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে তিনি তার নিত্য শৈলী পরিবেশন করেন এবং তারপরে শরৎ পরিবেশন করেন সাদ আমজাদ আলী খান সাহেবের যোগ্য পুত্র আমান আলী খান এবং তবলায় সংবাদ করেন পন্ডিত কুমার বোস।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − nine =