আগামী পরশু এ বছরের ৭৬ তম বর্ষের স্বাধীনতা দিবসের কুচ খাওয়া আছে, অংশ নেবে বেশ কিছু স্কুল সঙ্গে থাকবে মিলিটারি প্যারেড এবং সেই সঙ্গে থাকবে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ট্যাবলু এবং বাংলার লোকশিল্পের বিভিন্ন দিক তুলে ধরা হবে এ বছরের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে। এবং সবথেকে আকর্ষণীয় বিষয় হলো কলকাতা পুলিশের টর্নেডো বা ডেয়ার ডেবিল টিমের বাইকের বিভিন্ন রকম স্ট্যান্ড। যেটা দেখে দর্শক আসনে থাকা দর্শকরা অবশ্যই মুগ্ধ হবেন। সেই বর্ণাঢ্য কুচকাওয়াজের‌ই আজ একপ্রস্ত মোহড়া দিলেন অংশগ্রহণকারীরা।

তারই বিভিন্ন ছবি তুলে ধরা হলো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 6 =