ছবি : অনঘ বণিক

অনঘ বণিক, কলকাতা : ১৫ ই আগস্ট ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা পুলিশ ক্লাবে হয়ে গেল এক বর্ণাঢ্য অনুষ্ঠান, এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের জেনারেল সেক্রেটারি মহাদেব চক্রবর্তী মহাশয় ও পুলিশ ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শ্রী কাঞ্চন নাহা মহাশয়।

ছবি : অনঘ বণিক

এই অনুষ্ঠানে জাতীয় সংগীত ও নানা রকম দেশত্ববোধক সংগীত উপস্থাপনা করেন ক্যালকাটা পুলিশের ব্যান্ড বাহিনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অপর ভাইস প্রেসিডেন্ট জনাব হাসমি সাহেব, ছিলেন ক্লাবের অন্যতম কোষাধক্ষ শ্রী শান্তনু চট্টোপাধ্যায় এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য যথাক্রমে শ্রী সিদ্ধার্থ দত্ত, অমিত কুমার দে মহাশয় ও অন্যান্য সদস্যরা, ছিলেন ক্লাবের ফুটবল কোচ ও ফুটবলাররা ও ক্রিকেটাররা, প্রবল বৃষ্টির মধ্যেও এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয় ক্লাবের জেনারেল সেক্রেটারি শ্রীমহাদেব চক্রবর্তী মহাশয় এর তত্ত্ববাধানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 3 =