ভাঙড় থেকে প্রত্যাহার ১৪৪ ধারা
ভাঙড় থেকে প্রত্যাহার ১৪৪ ধারা

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভাঙড়ে জারি হয়েছিল ১৪৪ ধারা।

সোমবার হাইকোর্টে রাজ্য সরকার জানাল এদিন থেকেই প্রত্যাহার করা হচ্ছে এই বিধি। পঞ্চায়েত ভোট পর্বে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়। মনোনয়ন পর্ব থেকে গণনা পর্ব, ভাঙড়ের একাধিক এলাকায় গুলি, বোমাবাজি, রক্তপাত, প্রাণহানির মতো ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয় ১৪৪ ধারা।১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে পরপর দু’ বার এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল সেখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। ১২ এবং ১৭ জুলাই, তাঁকে বাধা দেওয়া হয় ভাঙড় যাওয়ার পথে। রাজ্য সরকারের ১৪৪ ধারা জারি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। সোমবার ওই মামলার শুনানি ছিল। তাতেই রাজ্য সরকার জানিয়ে দেয়, ওই এলাকা থেকে প্রত্যাহার করে নেওয়া হল ১৪৪ ধারা। উল্লেখ্য, এর আগে শওকত মোল্লাও ভাঙড় থেকে ১৪৪ ধারা তুলে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন বিধানসভার বদল অধিবেশনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − one =