ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি পরীক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে বিক্ষোভ এবং ধারণা দিয়ে চলে এসেছে মাতঙ্গিনী হাজরা পাদদেশে। আজ তারা একটু শান্তিপূর্ণ মিছিল আয়োজন করেন মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে ধর্মতলা চ্যানেল পর্যন্ত। তাদের অভিযোগ ২০১৬ সালে বেঙ্গল গেজেট নিয়োগ প্রক্রিয়ায় কমিশন তাদের বঞ্চিত করে। কমিশন রুলস এন্ড রেগুলেশন না মেনে নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে। জি ১৪৩৪৯ টা সিট রয়েছে কমিশনের অর্ডার অনুযায়ী। অপরদিকে ২০১৬ সালের গেজেটে বলা আছে ইন্টারভিউ এর আগে অথবা নিয়োগের আগে সেই সিট আপগ্রেড করে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে কিন্তু এই ক্ষেত্রে সরকার সেটা মানছেন না। এই অভিযোগে তারা এই মিছিল করেন এবং রাস্তায় হামাগুড়ি দেয় কোথাও মহিলা পরীক্ষার্থীরা রাস্তায় শুয়ে পড়ে এবং তার সঙ্গে এক কর্মীকে কাধে তুলে সাদা কাপড় পরিয়ে মৃতদেহের প্রতিকৃতি করে স্লোগান তোলে।