রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কর্মযোগী পুরস্কার দিলেন প্রাক্তন সিকিমের DG সি এম রবীন্দ্রনকে
রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কর্মযোগী পুরস্কার দিলেন প্রাক্তন সিকিমের DG সি এম রবীন্দ্রনকে

অভীক পুরকাইত,কলকাতা- রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কর্মযোগী পুরস্কার দিলেন প্রাক্তন সিকিমের DG সি এম রবীন্দ্রনকে। সার্চ কমিটির হেড সিকিমের মুখ্যসচিবের নেতৃত্বে এই রাজ্যপাল কর্মযোগী পুরুস্কারের জন্য মনোনীত করা হয়েছে সি এম রবীন্দ্রন কে। আমি মনে করি রবীন্দ্র জি যোগ্য ব্যাক্তি যিনি সাইলেন্স ইস ভায়োলেন্সের পদ্ধতি গ্রহণ করে নিজের কর্তব্য পালন করেছেন। তিনি বিভিন্ন জায়গায় নিজের দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের জন্য এবং সিকিম রাজ্যের জন্য অসামান্য কাজ করেছেন। তিনি একজন আইপিএস এর দায়িত্ব কে সম্পূর্ন নিষ্ঠা ও সততা সঙ্গে পালন করেছেন। তিনি তার কাজের জন্যই পুরুস্কার পেয়েছেন বলে জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।আমার দায়িত্ব যে এই ধরনের অসামান্য ব্যাক্তি কে সম্মানিত করতে পেরেছি। তিনি শুধু কর্মযোগী নন তিনি তার কর্তব্য একজন আইপিএস আধিকারিক হিসাবে সঠিক ভাবে পালন করেছেন। তার থেকে বর্তমান আইপিএস আধিকারিক দের শিক্ষা নেওয়া উচিত বলে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন সিকিমের প্রাক্তন ডি জি সি এম রবীন্দ্রন কে রাজ্যপাল কর্মযোগী পুরুস্কর তুলে দেন। তাকে সংশপত্রের সঙ্গে এক লাখ টাকা একটা চেক প্রদান করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । এদিন রাজ ভাবনার অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন আইপিএস সহ সম্মানীয় ব্যাক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 11 =