অভীক পুরকাইত,সোনারপুর- লাঙলবেড়িয় অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পক্ষ থেকে যে সমবায় ব্যাঙ্ক রয়েছে তার বিরুদ্ধে ১০ কোটি টাকা আর্থিক তছরুপ করার অভিযোগ। অভিযোগ সমবায় দপ্তরের বিরুদ্ধেই। বিগত ছয় মাস ধরে ব্যাঙ্কের ৬৩১৯ জন গ্রাহক তাদের জমানো টাকা তারা পাচ্ছেন না। ঋন দেওয়ার নামে তাদের টাকা নয়ছয় করানো হয়েছে বলে অভিযোগ। বারবার জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। বিডিও অফিস থেকে আরম্ভ করে মহকুমাশাসক সহ বিভিন্ন জায়গাতেই তারা জানিয়েছেন। গ্রাহকদের অভিযোগ অডিট করার নামে প্রহসন চলছে। এরমধ্যে সমবায়ের যিনি স্পেশাল অফিসার ছিলেন সৌগত চক্রবর্তী তাকে বদলি করা হয়েছে। তিনিই এই ষড়যন্ত্রের মুল চক্রী বলে অভিযোগ গ্রাহকদের। এই ঘটনার প্রতিবাদে প্রথমে সমবায় অফিসের সামনে বিক্ষোভ ও পরে বারুইপুর কামালগাজি বাইপাস রোড অবরোধ করেন গ্রাহকরা। এই ঘটনায় তারা সিবিআই ও ইডি তদন্তের দাবী জানিয়েছেন। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র বলে তাদের দাবী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর ও সোনারপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। তবে এই ঘটনায় ১৫ দিনের মধ্য ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি তারা নিচ্ছেন বলে জানান গ্রাহকরা।
জেলার সোনারপুরে সমবায় ব্যাংকের বিরুদ্ধে ১০ কোটি টাকা নয় ছয়ের অভিযোগ