অবশেষে প্রতীক্ষার অবসান যাদবপুর বিশ্ববিদ্যালয় বহু চর্চিত সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এর কাজ শুরু করলো ওয়েবেল টেকনোলজি সংস্থা। তাদের আধিকারিকরা জানাচ্ছেন আগামী ১৫ দিনের মধ্যে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হবে তার কারণ এই ক্যামেরা ইনস্টল করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সারা অত্যন্ত জরুরী। যেমন সার্ভার রুম তৈরি করা প্রয়োজনীয় ফাইবার অপটিক টেবিল পাতা এবং ইন্টারনেট সংযোগ তৈরি ইত্যাদি একাধিক কাজ তারা শেষ করবেন এবং তারপরেই সম্ভবত দুর্গা পুজোর আগেই এই ক্লোজ সার্কিট ক্যামেরা যাদবপুর ইউনিভার্সিটিতে সম্পূর্ণ রূপে স্বয়ংক্রিয় হবে।। যেটা আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়ল তাতে দেখা যাচ্ছে অত্যাধুনিক এ এনপিআর ক্যামেরা অর্থাৎ যেগুলি গাড়ির নাম্বার প্লেট কে সনাক্ত করবে যে ধরনের ক্যামেরা আমরা সাধারণত ট্রাফিক সিগন্যালে দেখতে পাই এরকম ক্যামেরা বসানো হবে ছটি মূলত গেট গুলিতে বসবে এই ক্যামেরা গুলি ছটি, এরপরে আছে হাই এন্ড বুলেট ক্যামেরা যা মানুষের চলাফেরা ও অন্যান্য প্রতিবিধির ওপর নজর রাখবে এগুলি ৩৬০ ডিগ্রি পর্যন্ত ছবি সংগ্রহ করতে পারে, এরকম ক্যামেরা বসছে ২১ টি। আর বাকি কিছু ডোম ক্যামেরা যেগুলো মূলত সার্ভার রুম ইত্যাদি অন্যান্য কাজে ব্যবহৃত হবে সে রকম বেশ কিছু ক্যামেরা বসানো হচ্ছে। সব মিলিয়ে যাদবপুরে সিসিটিভি ক্যামেরার যে বহু চর্চিত কাজ সেটি প্রক্রিয়া শুরু হলো ওয়েবেল টেকনোলজি সংস্থার মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =