পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফ থেকে প্রায় ১৪ টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান চালানো হয় তৃণমূলের অন্যতম দাপুটে নেতা মদন মিত্রের বাড়িতেও যিনি কামারহাটির বিধায়ক বটে। এবং সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের পুরো মন্ত্রী ফিরাদ হাকিমের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। যে তল্লাশি অভিযান আজ প্রায় সকাল থেকেই শুরু হয়েছিল আনুমানিক প্রায় ১০ ঘন্টার বেশি সময় ধরে সেই তল্লাশী অভিযান চলে এবং আমরা দেখলাম সন্ধ্যা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা তারা প্রায় ৭ থেকে ৮ টি গাড়ি নিয়ে তারা বের হয়। এবং যেটা জানা যাচ্ছে যে তার যা যা ডকুমেন্টস অর্থাৎ প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট অন্যান্য যা যা নথি আছে সেগুলোর প্রতিলিপি দ্বারা নিয়ে গেছে এবং সেইসঙ্গে তার যা আর সমস্ত প্রয়োজনীয় নথির তালিকা তারা তৈরি করে নিয়ে গেছেন।