আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্রিগেডে একটি সভার আয়োজন করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল জনগর্জন সভা। এই সভা থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের লোকসভা ভোটের দাদা মা বাজিয়ে দিলেন।। সেই সঙ্গে বাংলা তথা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের ক্রমাগত তারা যে বঞ্চনার শিকার ১০০ দিনের টাকা না দেওয়া এবং বিভিন্ন ইস্যুতে তারা কেন্দ্রকে ঝাঁজালো ভাষায় আক্রমণ করলেন। এবং সেই সঙ্গে তারা বুঝিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসের জনগণের শক্তি প্রদর্শন করাটা কোন ব্যাপার নয়। যার অঙ্গ হিসেবে আজকের এই ব্রিগেডের জনসভা। এবং সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ৪২ টি আসনের প্রার্থী ঘোষণা করলেন সেই প্রার্থী তালিকা এবারে বহরমপুর আসন থেকে লড়াই করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান হুগলি থেকে লড়বেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়বেন আর এক প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। সব মিলিয়ে আজকের ব্রিগেডের এই জনগর্জন সভা কানায় কানায় পূর্ণ ছিল বলাই যায়।