আজও রাজ্যজুড়ে বিভিন্ন সংগঠনের ডাকে তৃপ্ত প্রতিবাদ গড়ে উঠল আরজিকর কান্ডের প্রতিবাদে। একই সঙ্গে আজ ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ যেটি সল্টলেকের ক্রীড়াঙ্গনে হওয়ার কথা ছিল পুলিশের কথা অনুযায়ী তাতে গন্ডগোলের সংখ্যা থেকেই সেই খেলা বাতিল করতে হয় পর্যাপ্ত পুলিশ বাহিনীর অভাবে তো আজ দেখা গেল সল্টলেক স্টেডিয়ামের সামনে দুপক্ষকে হাটাতে পুলিশ লাঠিচার্জ করে এবং রণক্ষেত্রের চেহারা নয় যুবভারতী ক্রীড়াঙ্গন পাশাপাশি সিবিআই এর একটি দল আবার আরজ করা যায় এবং সেখানে তারা থ্রিডি লেজার স্ক্যানার প্লাস বিভিন্ন ধরনের ছবি ছবি তোলেন এবং সন্ধ্যা নাগাদ আরজিকর হসপিটাল থেকে বেরিয়ে যান। এর পাশাপাশি আজ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত তারা মিছিল করেন। পাশাপাশি টালিগঞ্জের শিল্পী কলাকুশলী এবং সাধারণ মানুষও তারা খান্না মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন মিছিলে বিশিষ্ট কলা কুশলীরা ছাড়াও যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শ্রাবন্তী পরিচালক অঞ্জন দত্ত অভিনেতা শাশ্বত বিশ্বনাথ সহ অনেকেই এই মিছিলে অংশ নেন। আগামীকাল রাখি বন্ধন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ গুলিতে রাখি বন্ধনের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।