গত দুদিন আগে তপশিয়ার মজদুর পাড়ায় যে বস্তি রয়েছে তাতে দুপুর ১২ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যেখানে আনুমানিক প্রায় ১০০ থেকে ১১৫ টির মতো ঘর এখানেও রয়েছে। বাসিন্দারা যেটা বলছেন তারা যখন নামাজ পড়তে যান তখনই এই দুর্ঘটনা ঘটে। সরকারের তরফ থেকে অন্তত পলের ছাউনি দিয়ে তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে গিয়েও আজকে দেখা গেল তাদেরও প্রায় সর্বোচ্চ আগুনের কাছে চলে গেছে। তারই মধ্যে তারা ঘর গোছানোর কাজে ব্যস্ত এবং নিজেদের জিনিসপত্র আবার গোছগাছ করতে তারা ব্যস্ত রয়েছে। সেখানে পাঠানো হয়েছে মেডিকেল টিম এবং খাবার-দাবারের ব্যবস্থা করে দেয়া হচ্ছে।