গত ২৩ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে ৬৫ তম নিখিল বঙ্গ পূর্ণাঙ্গ পথচারী উপশিলন শিবির। যা বাংলার ব্রতচারী নামে খ্যাত। এই শিবির ঠাকুরপুকুরের কাছে গুরুসদয় দত্ত প্রতিষ্ঠিত ব্রতচারী গ্রামে চলবে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এই শিবিরের অন্যতম কর্ণধার বাণীব্রত মুখার্জী, তিনি জানালেন এ বছর প্রায় ১০০ জন মহিলা এবং ৫০ জন পুরুষ এই শিবিরে যোগ দিয়েছে। গুরুসদয় দত্তই তিনিই প্রথম এই দ্রুত ছাদে ই বিষয়টি ১৯৩২ সালে উদ্ভাবন করেন। ১৯৩৪ সালে বাংলার ব্রতচারীর নামে এটি পরিচিতি লাভ করে। এবং এটি ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত এবং ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সিলেবাসের অন্তর্ভুক্তি হয়েছে। বাণীব্রত বাবু জানালেন যে আগে সরকারি তরফে অনেক বেশি অনুদাদ পেলেও ইদানিংকালে তার আনুপাতিক ধার অনেকটাই কমেছে। তবে তার আশা আগামী দিনে সরকার এটা নিয়ে আরো বেশি ভাবনা চিন্তা করবে এবং এটা শুধু আপাত দৃষ্টিতে শরীর শিক্ষা নয় এটি একটি সম্পূর্ণ ভ্যালু এডুকেশন এর পর্যায়ে পড়ে বলে তার মত। ফলে তার মতে আরও অনেক বেশি সংখ্যক ছেলেমেয়েদের এই শিক্ষাটি নেওয়া দরকার। তাই তারা প্রতিবছর এই ব্রতচারী গ্রামে তারা বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখানে প্রশিক্ষণ দিচ্ছিলেন এনামুল হোসেন এবং অন্যান্য ট্রেনাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − four =