আর জি কর ফোন এবং ধর্ষণ মামলায় আজ ছিল শুনানি পর্বের চূড়ান্ত রায়ের দিন। বেলা একটা নাগাদ প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোটে মাত্র ১৭ মিনিটের মধ্যে নিয়ে আসা হয় একটি বিশাল কনভয়ের মাধ্যমে। বেলা আড়াইটা নাগাদ বিচার পর্ব শুরু হয়। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বিচারক সেই সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করেন । সবশেষে বিচারক বলেন আপনার কথা সোমবার শোনা হবে। আজ রায়দান এর কথা থাকলেও শুধুমাত্র দোষই সাব্যস্ত করা হয় এই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আগামী সোমবার এই মামলার রায়দান। ভারতীয় ন্যায় সংহিতা আইনের মূলত তিনটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়, ৬৪, ৬৬ এবং ১০৩ (এক) নম্বর ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। ৬৪ নম্বর ধারা অনুযায়ী মৃত্যুর জন্য দায়ী , ৬৬ নম্বর ধারায় ধর্ষণের শাস্তি, ও সবশেষে ১০৩ নম্বর ধারা অনুযায়ী খুনের ধারায় মূলত এই তিনটি কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজও আদালতে যে কে নির্দোষ বলে দাবি করতে থাকেন। এ প্রসঙ্গে তিনি রুদ্রাক্ষের মালার কথা বলেন, তার সঙ্গে জর্জি হলে সেটাও ছেড়ে যেত। মাত্র ২৫ মিনিটে শুনানিতে বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন। দুটো ২৪ মিনিটে কাঠগোড়ায় এসে দাঁড়ায় অভিযুক্ত সঞ্জয় রায়। বিচারক তাকে জিজ্ঞেস করেন আপনি কিছু বলতে চান কিনা। যদি তার বাবা বিচারকের দিকে তাকিয়ে বলেন আপনার উপর ভরসা রেখেছিলাম আপনি তার পূর্ণ মর্যাদা রেখেছেন তাই ধন্যবাদ দিতে চাই না।। ৪২ মিনিট ডাকাত বিচারক বলেন বেলা সাড়ে বারোটা থেকে দোষীর বক্তব্য শোনা হবে বেলা দুটো নাগাদ এই মামলার সাজা ঘোষণা করা হবে।