প্রতিবছরের মত এ বছরেও তারা বাগদেবীর আরাধনেব্রতী হয়েছে। চলছে শেষ মুহূর্তে আলপনা দেওয়ার কাজ। আগামীকাল দেবী আরাধনা হবে এবং তারপরে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হবে। সবশেষে হবে ধুনুচি নাচ। আজ কলেজে গিয়ে দেখা গেল ছাত্র-ছাত্রীরা অতি উৎসাহে তারা প্রতিবছরের মতো এ বছরেও আলপনা দেওয়ার কাজ করে চলেছে অক্লান্ত পরিশ্রমের সঙ্গে।