১৯২৫ সালে কলকাতায় দুর্গাপুজো শুরু করেছিল এই টালা প্রত্যয় তখন নাম ছিল   টালা বারোয়ারি। পরবর্তীতে তারা টালা প্রত্যয় নামে পরিচিত হয়ে ওঠে দেখতে দেখতে তারা শতবর্ষে পা দিল সেই টালা প্রত্যয় ১৯২৫ থেকে ২০২৫। সেই উপলক্ষে তাদের পুজো প্রাঙ্গণে একটি উচ্চাঙ্গ সঙ্গীতাঅনুষ্ঠানের আয়োজন করেছিল। আজ ছিল তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে বিশিষ্ট শরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান এবং তার সঙ্গে তবলায় ছিলেন পন্ডিত স্বপন চৌধুরী। দ্বিতীয় দিনের এই যুগলবন্দী আজকের এই সন্ধ্যা কে যেন এক অনন্য মাত্রায় নিয়ে গেছে। এতই মাধুর্য সুরের মার্জনা যেন এটি আরো একটি শতক পার করে বহমান থাকবে। সব মিলিয়ে যেন গত দু’দিনব্যাপী শ্রোতারা তাদের অন্যরকম জগতে তারা পৌঁছে গেছিলেন। মনে হয় যেন তারা এটি শতকের পর শতক ধরে তাদের কানে বাজতে থাকবে।পণ্ডিতজি বলছিলেন যে শরদে সরস্বতী রাগ বাজানো খুবই কঠিন কিন্তু তবু তিনি এই রাগ বাজালেন যেহেতু আগামীকাল সরস্বতী পুজো। তাই সরস্বতীর বর পুত্র সরস্বতীর সামনেই এরকম একটি সরস্বতী রাগ বাজানো সত্যিই যেন সরস্বতীর আশীর্বাদ।সব মিলিয়ে গত দুদিন ধরে চলা এই উচ্চাঙ্গ সংগীতের আসর যেটি টালাপ্রত্যয় প্রাঙ্গণে বসেছিল তার রেশ থেকে যাবে আরো দীর্ঘ সময় এবং দীর্ঘদিন।অনুষ্ঠানে পন্ডিত আমজাদআলী খানকে সম্মানিত করেন ভারতীয় ক্রিকেটের অন্যতম বাঙালি ক্রিকেটার এবং প্রাক্তন ভারতীয় দলের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =