রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মতো আগামী ৮ ই জুলাই হবে পঞ্চায়েত নির্বাচন।জারি হয়েছে নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার প্রথম দিনে গোপীবল্লভপুর ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হল অল পার্টি মিটিং।
শুক্রবার সকাল ১০ টার পর ব্লক প্রশাসনিক ভবনে হয় এই মিটিং।গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র, জয়েন্ট বিডিও নাজমুল হক, নির্বাচনী অফিসার দ্বীপ গাঙ্গুলি এবং গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জী এর উপস্থিতিতে এই মিটিং হয়।রাজ্যের শাসক দল তৃণমূল, বিরোধী বিজেপি, সিপিএম সহ ব্লকের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ব্লক প্রশাসনের এই নির্বাচনী মিটিংয়ে অংশ নেন। মিটিং থেকে পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন প্রকৃয়া সহ নির্বাচনী আচরণবিধি সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি বিষয় আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশনের ঘোষণা মতো আজ, অর্থাৎ শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা নেওয়ার প্রকৃয়া শুরু হয়েছে।তাই এদিন সকাল থেকে দেখা গেল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনিক ভবন চত্বর মুড়ে ফেলা হয়েছে একেবারে নিরাপত্তার চাদরে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গোপীবল্লভপুর ১ ব্লকে শুক্রবার একটিও নমিনেশন জমা পড়েনি।
জেলার গোপীবল্লভপুর ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হল অল পার্টি মিটিং