কুইন্টালের পর কুইন্টাল রাস্তায় ঢ্যাঁড়স ফেলে বিক্ষোভ কৃষকদের
রাস্তায় ঢ্যাঁড়স ফেলে বিক্ষোভ কৃষকদের

কুইন্টালের পর কুইন্টাল রাস্তায় ঢ্যাঁড়স ফেলে বিক্ষোভ কৃষকদের।দাম নেই ,তাই রাস্তায় ঢ্যাঁড়স ফেলে বিক্ষোভে দেখালেন গ্রাম থেকে আসা কৃষকরা।মঙ্গলবার ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরের হাটে আনা ঢ্যাঁড়স রাস্তায় ফেলে দিয়েছে কৃষকরা।তাদের অভিযোগ, চাহিদা নেই, তাই কেউ দামই বলছে না।দাম বললেও কিলোগ্রাম প্রতি দুই বা তিনটাকা বলছে।আর ওই দামে বিক্রি করা বা ফেলে দেওয়া সমান।তাই ক্ষোভের বশে বাজারে আনা কুইন্টালের পর কুইন্টাল ঢ্যাঁড়স ফেলে দিয়েছে।খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে যায়। পুলিশ এভাবে ঢ্যাঁড়স রাস্তায় না ফেলে নির্দিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত প্রায় ২০-২৫ কিলোমিটার দূর থেকে আসা কৃষকরা দামের আশায় ঢ্যাঁড়স নিয়ে আসলেও এদিনের বাজারে তাদের খালি হাতেই ফিরতে হয়েছে।অনেক কৃষকের কথায়,এই দামে ঢ্যাঁড়স বিক্রি করলে চাষের খরচই উঠবে না।উলটো দীর্ঘ তিন মাসের ফসল উৎপাদনের পেছনে খরচ এবং পরিশ্রম দুইই নষ্ট হতে বসেছে।সংসার চালানো বর্তমানে দায় হয়ে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − thirteen =