অভীক পুরকাইত,ভাঙড়: মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে গিয়েছে ভাঙড়। বিডিও অফিসের সামনেই বোমাবাজির অভিযোগ। গুলি, লাঠি, বাঁশ নিয়ে চলল বেধড়ক মারধর। পুলিশকে লক্ষ্য ইটবৃষ্টির অভিযোগ। ছোঁড়া হল টিয়ার গ্যাসের সেল। মনোনয়ন ঘিরে উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ে মনোনয়ন ঘিরে অশান্তিতে উঠছে একাধিক প্রশ্ন।মঙ্গলবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়ে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা। অভিযোগ, বিডিও অফিসের সামনেই তৃণমূল কর্মীরা জমায়েত করে ছিলেন। আইএসএফ কর্মীরা আসতেই ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। মুড়িমুড়কির মতো বিডিও অফিসের সামনে চলতে থাকে বোমাবাজি।এমনিতেই মনোনয়ন কেন্দ্রের একশো মিটার দূরত্বের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। কিন্তু নিষেধাজ্ঞাকে নস্যাৎ করেই সেখানে তৃণমূল কর্মীরা বাঁশ হাতে প্রহরায় ছিলেন বলে অভিযোগ। আর আইএসএফ এসে পৌঁছতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ক্যামেরায় ধরা পড়ে, এক আইএসএফ কর্মীকে ধরে টেনে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তিনি ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদতে থাকেন। এতটাই বোমাবাজি হয়, বিডিও অফিসের সামনে কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায়।