অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। দক্ষিণবঙ্গে আগামী ১৯ থেকে ২২ তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি চলবে।
আগামী ১৯ তারিখ রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। বর্ষা পুরোপুরি না আসা পর্যন্ত কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিঙের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে, মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে।
কলকাতার অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা