ছবি সন্দীপন দত্ত

সন্দীপন দত্ত, কলকাতা : কখনও নির্বাচনকে কেন্দ্র করে, আবার কখনও প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পিস রুমে আসছে ফোন। রাজভবন পিস রুম সাক্ষী হচ্ছে অভূতপূর্ব ঘটনার। সম্প্রতি একদিন দু’ঘণ্টায় ৬০ টি ফোন এসেছিল। মূলত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই এই অভিযোগ এসেছে রাজভবনের পিস রুমে। রাজভবনে পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে অভিযোগগুলি তাদের কাছে এসেছে তারা প্রত্যেকটি অভিযোগ রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন কে পাঠিয়ে দিচ্ছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। রাজভবন সূত্রে খবর ৫০০-এর কাছাকাছি অভিযোগ এসেছে রাজভবনের পিস রুমে। গত সোমবার রাজভবনের পিস রুম পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজ্যপাল এক দফা ঘুরে দেখেন পিস রুম। রাজভবনের এক আধিকারিকের বলেন “রাজভবনের ইতিহাস এই ধরনের কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।”  রাজ্যপাল সিভি আনন্দ বোস গত সোমবার অবশ্য জানান এত সংখ্যক ফোন আসছে মানে রাজ্যে হিংসার ঘটনা প্রচুর হচ্ছে তা নয়। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মেনে ২২ টি জেলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =